মুক্তিযোদ্ধা সমিতি/সংগঠন নিবন্ধন প্রক্রিয়া
“জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন, ২০০২” এর ৭(ঙ) ধারা এবং মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা সংগঠন নিবন্ধন বিধিমালা, ২০০২ অনুসারে মুক্তিযোদ্ধা সমিতি/সংগঠন নিবন্ধনের জন্য জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) নির্ধারিত তফসিল ও নির্ধারিত ছক মোতাবেক আবেদন গ্রহণ ও যথাযথভাবে যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন করে নিবন্ধন প্রদান করে থাকে। মুক্তিযোদ্ধা সমিতি/সংগঠন নিবন্ধন প্রক্রিয়াটির ধাপসমূহ নিম্নরুপঃ
১। নির্ধারিত তফসিল, নির্ধারিত ছক ও ফিসহ আবেদন গ্রহণ।
২। তফসিল ও নির্ধারিত ছক অনুসারে আবেদনে উল্লিখিত বিষয় ও প্রমাণকসমূহ সঠিক আছে কিনা তা যাচাই-বাছাই করন।
৩। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা সংগঠন নিবন্ধন বিধিমালা, ২০০২ এর তফসিল ও নির্ধারিত ছক মোতাবেক সকল প্রমাণক সঠিক পাওয়া গেলে মুক্তিযোদ্ধা সমিতি/সংগঠনের অস্তিত্ব ও কার্যক্রম সরজমিনে তদন্ত করার জন্য তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়।
৪। তদন্ত কর্মকর্তার নিকট থেকে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা সংগঠন নিবন্ধন বিধিমালা, ২০০২ এর তফসিল ও নির্ধারিত ছক এর আলোকে মুক্তিযোদ্ধা সমিতি/সংগঠনের অস্তিত্ব ও কার্যক্রম সম্পর্কে সন্তোষজনক প্রতিবেদন প্রাপ্তি।
৫। সন্তোষজনক প্রতিবেদন প্রাপ্তির পর মুক্তিযোদ্ধা সমিতি/সংগঠনের রেজিস্ট্রেশন নম্বরসহ সার্টিফিকেট প্রদান করা হয়।