মুক্তিযোদ্ধা গেজেট সংশোধন প্রক্রিয়া
বীর মুক্তিযোদ্ধা গেজেট সংশোধন প্রক্রিয়া নিম্নরুপঃ
১। বীর মুক্তিযোদ্ধার গেজেটে নাম, মুক্তিযোদ্ধার পিতার নাম ও ঠিকানা সংশোধনের জন্য আবেদন গ্রহন করা হয়।
২। সংশোধনীর বিষয়টি উল্লেখ করে উক্ত বিষয়ে সরজমিনে তদন্ত করে প্রতিবেদন প্রদানের জন্য উপজেলা নির্বাহী অফিসারের নিকট পত্র প্রেরণ করা হয়।
৩। উক্ত পত্রের প্রেক্ষিতে উপজেলা নিবার্হী অফিসার এর নিকট হতে সংশোধনের বিষয়ে সঠিক মর্মে প্রতিবেদন প্রাপ্তি।
৪। সংশোধনের বিষয়টি চূড়ান্ত অনুমোদনের জন্য জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকার) সভায় উপস্থাপন করা হয়।
৫। সভায় সংশোধনের বিষয়টি অনুমোদিত হলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কে সংশোধিত গেজেট প্রকাশের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সুপারিশ করা হয়।
৬। জামুকার সুপারিশের ভিত্তিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সংশোধিত গেজেট প্রকাশের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করে থাকে।